1. Home
  2. রাজনীতি
  3. বরিশালে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৭
বরিশালে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৭

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৭

0
  • 1 year ago,

বরিশাল জেলা বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এসময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে লিফলেট বিতরণকালে দফায় দফায় লাঠিচার্জ করে পুলিশ। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হলে সাতজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম। আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটিম আরিচুল হক।

বিএনপি নেতা হাফিজ খান বাবলু জানান, শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণকালে পুলিশের আকস্মিক হামলা ছিলো ন্যক্কারজনক। হামলায় তাদের একাধিক কর্মী গুরুতর আহত হয়েছে।