1. Home
  2. রাজনীতি
  3. নির্বাচন বর্জনের দাবিতে ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ
নির্বাচন বর্জনের দাবিতে ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ

নির্বাচন বর্জনের দাবিতে ঢাবিতে ছাত্র অধিকারের বিক্ষোভ

0
  • 2 years ago,

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন করে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষা এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে “গণতন্ত্র ধ্বংস” নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিচার বিভাগ, নির্বাচন, শিক্ষা ব্যবস্থাকে ক্ষুন্ন করেছে ও ড. মোহাম্মদ ইউনূসকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমরা ড. ইউনূসের পাশে আছি।”

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব বলেন, “সরকার গণতন্ত্রকে দমন করে জনগণের ভোটাধিকার খর্ব করছে।”

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। টিএসসি থেকে শাহবাগ পর্যন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।