
মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। গতরাতে ফরাসি সুপার কাপের ফাইনালে তুলুজকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। লি কাংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে ফরাসি ফরোয়ার্ডের এটি ২২তম গোল।
দলবদলের সময় আসে আর কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয় আলোড়ন। এর সঙ্গে যোগ হয় রিয়াল মাদ্রিদের নামও। গত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে পেতে চেষ্টা চালিয়েছে রিয়াল মাদ্রিদ। শীতকালীন দলবদল শুরু হওয়ার পরেই আবারও এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
এই ফরাসি ফরোয়ার্ডকে পেতে এবার আরেকবার চেষ্টা করতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। দিতে যাচ্ছে নতুন প্রস্তাব―কয়েকদিন আগে এমন খবরই দিয়েছে ক্রীড়া ভিত্তিক দৈনিক দ্য অ্যাথলেটিক।
আগামী জুনেই পিএজসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এমবাপ্পের। এখনো নতুন করে চুক্তি নবায়ন করেনি।
তাই চাইলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন এমবাপ্পে। যে কারণে ফ্রি খেলোয়াড় হিসেবেই ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে টানতে চায় লস ব্লাংকোরা। গত বছরও তাঁকে দলে টানতে জোরেশোরেই নেমেছিল রিয়াল; কিন্তু পারেনি। সেবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়ে প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছিল দ্য অ্যাথলেটিক।
তবে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি জানালেন এমবাপ্পে,‘আমি এখনো সিদ্ধান্ত নেইনি।
এখনো নিজের পছন্দও ঠিক করিনি। ক্লাব সভাপতির সঙ্গে আমার যে ধরণের চুক্তি হয়েছিল সেখানে আমার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। লা হয়েছিল, আমরা সব পক্ষের স্বার্থ রক্ষা করে চলব এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রাখব। তাই আমি বলব, আমার সিদ্ধান্ত এখানে মুখ্য নয়।
২০২২ সালে খবর এসেছিল, এমবাপ্পের সঙ্গে নাকি রিয়ালের মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে ঘটনা নেয় নতুন মোড়। পিএসজির সঙ্গে বিশাল অঙ্কে দুই বছরের চুক্তি করেন এমবাপ্পে। এবারো তেমন কিছু হবে না কিনা এমন প্রশ্নের উত্তরে এমবাপ্পে বলেছেন,‘আমি জানতাম, ২০২২ সালের মে পর্যন্তও আমি জানতাম না। আমি যদি জানতামই তাহলে অপেক্ষা কেন করব? এখনো পিএসজির হয়ে শিরোপা জেতাই আমার কাছে গুরুত্বপূর্ণ। ক্লাবের ভেতরে আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না। এটা নিয়ে কারও আগ্রহও নেই।’