1. Home
  2. বাংলাদেশ
  3. অবাধ ও স্বচ্ছ ভোট হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল
অবাধ ও স্বচ্ছ ভোট হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

অবাধ ও স্বচ্ছ ভোট হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

0
  • 1 year ago,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) কোনো পক্ষপাতিত্ব করেনি বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপানের পর্যবেক্ষক দল। তারা বলছেন, নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ আরও ছয় দেশের রাষ্ট্রদূত। স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে পাশে থাকার আশা ব্যক্ত করেছেন তিনি।

এছাড়াও বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতগণ গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেন। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান তারা।