
বিয়ের পিঁড়িতে বসছেন ফুটবলার স্বপ্না
- 1 year ago,
রাগে-অভিমানে ফুটবল থেকে দূরে সরে আছেন সিরাত জাহান স্বপ্না। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের সাফ জয়ী এই নারী ফুটবলার।
পাত্র সৌদি আরব প্রবাসী সুবে সাদিক মুন্না। ব্রাহ্মণবাড়িয়ার এই যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে চার বছরের পরিচয় স্বপ্নার। আগামী ১২ জানুয়ারি রংপুরে তার গ্রামের বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান।
স্বপ্না বলেছেন, ‘আমাদের সম্পর্ক ৪ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু উনি আমাকে চিনতেন আরও আগে থেকেই। আমার খেলা সব সময় দেখতেন। আমার সম্পর্কে সব কিছুই জানতেন। কিন্তু আমি তাকে চিনতাম না। তার সঙ্গে কথা হওয়ার পরই চিনেছি। তিনি ক্রীড়ামনস্ক মানুষ। এখন হঠাৎ করে পারিববারিকভাবে বিয়েটা হচ্ছে আমাদের।’
স্বপ্না সাফ জয়ের পর খেলা ছেড়ে নিজ বাড়ি রংপুরে চলে গেছেন। নেপালে ফাইনালে বাংলাদেশের জয়ের পেছনে তার অবদান কম নয়, গোল করেছেন চারটি।