1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. ভালুকায় অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুই বোন নিহত
ভালুকায় অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুই বোন নিহত

ভালুকায় অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুই বোন নিহত

0
  • 1 year ago,

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ সময় তাঁদের অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার হাতিবেড় গ্রামের ভরাডোবা-ঘাটাইল সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তিরা হলেন আসমা খাতুন (৩৫) ও তাঁর বোন শিরিনা খাতুন (২৪)। তাঁরা হাতিবেড় গ্রামের বঙ্গারভিটা এলাকার আসাদ আলীর মেয়ে। আহত ব্যক্তিরা হলেন আসমা-শিরিনার আরেক বোন অজুফা খাতুন (২৮), অটোরিকশার চালক মো. জুলহাস (৩২) ও অটোরিকশার অপর যাত্রী মুর্শেদা খাতুন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আসাদ আলীর তিন মেয়ে আসমা, শিরিনা ও অজুফা ভালুকার দুটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। আজ ভোর সোয়া পাঁচটার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় আরও যাত্রীদের সঙ্গে তাঁরা কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাতিবেড় গ্রামের জাহিদ ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ঘাটাইলগামী একটি মুরগিবোঝাই মিনিট্রাকের সঙ্গে তাঁদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আসমা ও শিরিনার মৃত্যু হয়। এ সময় তাঁদের আরেক বোন অজুফা, অটোরিকশার চালক মো. জুলহাস ও অপর যাত্রী মুর্শেদা খাতুন আহত হন। অজুফা ও জুলহাসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর মিনিট্রাকের চালক পালিয়ে গেছেন।

দুর্ঘটনায় দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি বলেন, সড়ক পরিবহন আইনে মিনিট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।