
সিনেমায় ফিরছেন দীঘি
- 1 year ago,
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন তার ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ উপন্যাসে যুক্তরাষ্ট্রে বড় হয়ে ওঠা প্রভাবশালী বাঙালি ছেলে নাবিল আর গ্রামের অতি সরল নিরীহ ও পরোপকারী পুরুষ শুভর মাঝখানে দাঁড় করিয়েছেন সুন্দরী মেয়ে মৌকে। সেই উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে একই নামের সিনেমা। তামান্না সুলতানা প্রযোজিত এ সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আবদুস সামাদ খোকন।
ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তার বিপরীতে দেখা যাবে গাজী আবদুন নূরকে। জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এরই মধ্যে অবমুক্ত করা হয়েছে ছবির ট্রেলার। এ সিনেমায় দীঘি-নূর ছাড়াও অভিনয় করেছেন বাপ্পা শান্তনু, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে। ২০২১ সালে শুটিং শুরু হওয়া সিনেমাটি ২০২৩ সালে কলকাতার ‘পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এ দেখানো হয়।