1. Home
  2. বিশ্ব
  3. ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি
ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি

ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি

0
  • 1 year ago,

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে শুক্রবারের (২২ মার্চ) ভয়াবহ বন্দুক ও বোমা হামলার পর এবার ইউরোপের দেশ ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রোববার দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখোর বৈঠকের পর প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে গ্যাব্রিয়েল আতাল বলেন, মস্কোয় হামলার ঘটনায় ইসলামিক স্টেটের (আইএস) দায় স্বীকার ও আমাদের দেশের ওপর হামলার হুমকি বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে।

ফ্রান্সে সন্ত্রাসী হামলার জন্য তিন স্তরের সতর্কতা ব্যবস্থা রয়েছে। সর্বোচ্চ স্তরটি দেশের অভ্যন্তরে বা বিদেশে আক্রমণের পরিপ্রেক্ষিতে বা যখন কোনো হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন জারি করা হয়।

সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর ও ধর্মীয় স্থানের মতো জনসমাগম হয় এমন স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে ফ্রান্স সরকার।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলা চালায় একদল বন্দুকধারী। তারা প্রথমে কনসার্ট হলের নিরাপত্তারক্ষীদের হত্যা করে, এরপর দর্শনার্থীদের ওপর গুলি চালায় ও তারপরে ভবনটিতে আগুন দিতে শুরু করে, যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

ওই হামলায় অন্তত ১৪০ জন নিহত হন ও দুই শতাধিক মানুষ আহত হন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে ও এখন পর্যন্ত মোট ৬২টি মরদেহ শনাক্ত করা হয়েছে। গত দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি।

হামলার কয়েক ঘণ্টা পরেই এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। যদিও এই হামলার সঙ্গে ইউক্রেন জড়িত রয়েছে বলে দাবি করেছে রাশিয়া। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।