1. Home
  2. বিনোদন
  3. বলিউড
  4. নতুন অধ্যায়ে আত্মপ্রকাশ বিপাশা বসুর
নতুন অধ্যায়ে আত্মপ্রকাশ বিপাশা বসুর

নতুন অধ্যায়ে আত্মপ্রকাশ বিপাশা বসুর

0
  • 11 months ago,

হিন্দি চলচ্চিত্রের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী বিপাশা বসু। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এই তারকা আবেদনময়ী হিসেবেও বেশ পরিচিত দর্শক মহলে। ১৯৯৬ সালে ফোর্ডস গোদরেজ সিন্থল সুপার মডেল প্রতিযোগিতায় বিজয়ী হন। সেই থেকেই শুরু হয় তার শোবিজে পথ চলা। স্বামী, সন্তান আর সংসারের ব্যস্ততার কারণে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে সরে রয়েছেন ৪৫ বছর বয়সি এই বলিউড তারকা।

বছর দুয়েক আগে মা হয়েছেন বিপাশা বসু। তার পর থেকে মেয়ে দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তার জীবন। তবে এবারে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বিপাশা। লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। বিপাশা বসু জানিয়েছেন তিনি একটি বই লিখবেন। তবে কোনো গল্প কিংবা উপন্যাস নয়, বইটি তার স্মৃতিকথা। অভিনেত্রী জানিয়েছেন, যে যে বিষয়গুলো তার জীবনের মোড় ঘুরিয়েছে, সেই বিষয়গুলোই লিপিবদ্ধ করা হবে তার বইতে। পাশাপাশি, নিজেকে খোঁজার উপায় এবং জীবনে শান্তির বার্তাই পাঠকের কাছে পৌঁছে দেবে বিপাশার বইটি।

বিপাশা বসু বলেন, ‘আমি জীবনে প্রচুর উত্থান-পতন দেখেছি; কিন্তু তার পরেও আজ যেখানে দাঁড়িয়ে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেওয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই।

বিপাশার এই বইটির শিরোনাম এখনো চূড়ান্ত নয়। বইটি আগামী বছর প্রকাশিত হবে। বিপাশা বসু দীর্ঘদিন ধরে বলিউডে কাজ করছেন এবং তার অভিনয়ের মাধ্যমে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখন তিনি তার জীবনের অভিজ্ঞতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চাইছেন। অনুরাগীরা তার এই নতুন উদ্যোগে উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার বইয়ের জন্য। এই বইয়ের মাধ্যমে বিপাশা তার জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প শেয়ার করবেন, যা পাঠকদের জন্য অনুপ্রেরণাদায়ক হতে পারে। তার জীবনের ইতিবাচক দিকগুলো এবং শান্তির বার্তা পাঠকদের মধ্যে ছড়িয়ে দিতে বিপাশার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

২০০২ সাল থেকে বলিউডি অভিনেতা জন আব্রাহামের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে রয়েছেন বিপাশা বসু। ২০০৫ এবং ২০০৭ সালে যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন ইস্টার্ন আই বিপাশাকে এশিয়ার সবচেয়ে যৌনাবেদনময়ী মহিলা হিসেবে উল্লেখ করে। করণ সিং গ্রোভার কে বিয়ের পর এই অভিনেত্রী বেশ সুখেই আছেন উল্লেখ করে বিপাশা বলেন, আমি নিজেকে ভাগ্যবতী মনে করি করণের স্ত্রী হিসেবে।