1. Home
  2. বিনোদন
  3. ঢালিউড
  4. সংবাদ সম্মেলনে আসছেন ববি
সংবাদ সম্মেলনে আসছেন ববি

সংবাদ সম্মেলনে আসছেন ববি

0
  • 10 months ago,

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সংবাদ সম্মেলনে আসছেন। জানা গেছে, রাজধানীর গুলশানে নায়িকার রেস্টুরেন্ট ‘ববস্টার ডায়নিং’ দখল, লুটপাট, প্রতারণা ও হত্যাচেষ্টার বিষয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেল ৪ টায় (১ জুলাই) রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ঘটনার পেছনের কথা সামনে আনবেন ববি।

ববির ‘ববস্টার ডায়নিং’ দখল নিয়ে দুই পক্ষের মামলা হয়েছে। বিষয়টি এতদিন চুপ থাকলেও তাকে নিয়ে মিথ্যারের বিরুদ্ধে মুখ খুলবেন এই নায়িকা।

এছাড়া কথা বলবেন ঈদে মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমায় তার সঙ্গে ঘটে যাওয়া নানা প্রতারণা নিয়েও।

খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ববির। ক্যারিয়ারে রাজত্ব, আই ডোন্ট কেয়ার, বিজলী, নোলক, অ্যাকশন জেসমিন, হিরো: দ্যা সুপারস্টার, ব্ল্যাকমেইল, বেপরোয়াসহ বহু সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।