
দেশব্যাপী চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে সংহতি জানিয়ে ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন।
অনেক শিক্ষার্থী মোড়ে অবস্থানরত বাসের ছাদে বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা, কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত লেখা নিয়ে অবস্থান করেন।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, দুপুর ১২টা থেকেই তারা অবরোধ করে রেখেছেন। বেলা ৩টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ কর্মসূচিতে যোগ দেবেন।
অবরোধ করা শিক্ষার্থীদের মধ্যে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের দেখা যায়। এরমধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই ইন্টারমিডিয়েট পর্যায়ের।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি যানবাহন ছাড়া তারা কোন যানবাহনকেই যাতায়াত করতে দিচ্ছেন না।
এদিকে সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডির রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন। তবে অবরোধকারীদের তারা সরিয়ে দিচ্ছেন না।
অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের সাথে যোগ দিতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সেল্যাব মোড়ে আসছেন। নটরডেম কলেজের শিক্ষার্থীরাও আসছেন। তারা বিকেল তিনটা পর্যন্ত সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখবেন।
এরপর তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর কর্মসূচিতে যোগ দেবেন।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজ বিকাল ৩টায় পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনকারীরা অস্থিতিশীলতা তৈরি করছে অভিযোগ এনে এর প্রতিবাদ জানিয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে। আর শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।