1. Home
  2. জাতীয়
  3. বিক্রম মিশ্রির ঢাকা সফর নিশ্চিত করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
বিক্রম মিশ্রির ঢাকা সফর নিশ্চিত করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিক্রম মিশ্রির ঢাকা সফর নিশ্চিত করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

0
  • 4 months ago,

সম্প্রতি দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিশ্চিত করেছে দেশটিরপররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল জানান, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ৯ ডিসেম্বর এক দিনের জন্য ঢাকা সফরে যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে তার আলোচনা হবে বলে জানান তিনি।
ভারত–বাংলাদেশের ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) আলোচনা কাঠামোয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের এই আলোচনা হবে বলে জানানো হয়েছে । দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে পারস্পরিক স্বার্থ–সম্পর্কিত নানান বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক হবে কি না, সে বিষয়ে মুখপাত্র স্পষ্ট করে কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনা হবে।