
চলতি বছর জুনেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে মোহাম্মদ সালাহর। তিনি চাইলে এখনই অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে কথা বলতে পারেন। তবে তাকে কষ্ট করে ক্লাব খুঁজতে হবে না, বরং ক্লাবই তাকে খুঁজে নেবে। এরই মধ্যে বিশ্বরেকর্ড পারিশ্রমিক দিয়ে তাকে দলভুক্তির পরিকল্পনা করছে সৌদি প্রো লিগের দল আল-হিলাল।
৩২ বছর বয়সী মিসরীয় তারকা চলতি মৌসুমে একাধিকবার লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়নি বলে মাঠেই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এতে অবশ্য লিভারপুল কর্মকর্তারা চরম বিরক্ত হয়েছেন। সালাহও বলে আসছিলেন, অ্যানফিল্ডে তার থাকার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর পরই জানা যায়, দুই পক্ষের সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে, চলতি মৌসুম শেষে তিনি বিদায় নেবেন।
এর পরই সালাহর সৌদি আরবের ক্লাবে নাম লেখানোর পথ সুগম হয়। এখন সৌদি লিগের ধনী ক্লাবের প্রস্তাব মনঃপূত হলেই তিনি এ লিগে নাম লেখাতে পারেন। ‘ফুটবল ট্রান্সফারস’ জানিয়েছে, সালাহকে এমন প্রস্তাব দেয়া হয়েছে যা কিনা ভেঙে দিতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পারিশ্রমিকের বিশ্বরেকর্ড।
সালাহর বিদায়ের সংবাদটি এমন সময় ওঠে যখন কিনা দারুণ এক মৌসুম পার করছেন তিনি। গতকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত চলতি মৌসুমে ২৯ ম্যাচে ২১ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন আরো ১৭ গোলে। তিনি বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড এবং এ মুহূর্তে রয়েছেন সেরা ফর্মে। অথচ এ খেলোয়াড়কে মৌসুম শেষে বিদায় জানাবে অল রেডরা!
২০১৭ সালের জুনে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। তিনি ক্লাবটির হয়ে সব ধরনের ট্রফিই জিতেছেন। চলতি মৌসুম ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে ৪৪ ম্যাচে ২৫ গোল ও ১৪ অ্যাসিস্ট, ২০২২-২৩ মৌসুমে ৫১ ম্যাচে ৩০ গোল ও ১৬ অ্যাসিস্ট, ২০২১-২২ মৌসুমে ৫১ ম্যাচে ৩১ গোল ও ১৫ অ্যাসিস্ট, ২০২০-২১ মৌসুমে ৫১ ম্যাচে ৩১ গোল ও ৬ অ্যাসিস্ট, ২০১৯-২০ মৌসুমে ৪৬ ম্যাচে ২৩ গোল ও ১২ অ্যাসিস্ট, ২০১৮-১৯ মৌসুমে ৫২ ম্যাচে ২৭ গোল ও ১১ অ্যাসিস্ট, ২০১৭-১৮ মৌসুমে ৫২ ম্যাচে ৪৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন তিনি। অল রেডদের হয়ে এখন পর্যন্ত ২৭০টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১৭৩ গোল করেছেন সালাহ। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে নাম লেখানোর পর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৭৮ ম্যাচে করেছেন ২৩২ গোল।
তার মানের একজন খেলোয়াড় ও ফুটবলের নন্দিত তারকাকে পেতে মরিয়া সৌদি আরবের ফুটবল প্রশাসকরা। এমনকি প্রয়োজন পড়লে রোনালদোর চেয়েও বেশি পারিশ্রমিক দেয়া হবে তাকে। ফিচোজেস ডটনেট এক প্রতিবেদনে বলেছে, ‘তারা যে আর্থিক প্রস্তাব প্রস্তুত করছে তা নজিরবিহীন। তারা সালাহকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক দেয়ার পরিকল্পনা করছে এবং এ অর্থই তাকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করতে পারে।’
রোনালদো যে অর্থ পান তা অবিশ্বাস্য। তাকে বছরে ২০ কোটি ইউরো পারিশ্রমিক দেয় আল-নাসের ক্লাব। তার মতো এত পারিশ্রমিক ফুটবল ইতিহাসে আর কেউ পায় না এবং এর ধারেকাছেও কেউ নেই। এই বিশাল অর্থ পেয়ে আরো বিলাসী জীবনযাপন করছেন আগে থেকেই ধনী ফুটবলার রোনালদো। তিনি সম্প্রতি ৫ কোটি ইউরো দিয়ে কাস্টমাইজড প্রাইভেট বিমান কিনেছেন। এছাড়া নিত্যনতুন গাড়ি কেনাও শখ পর্তুগিজ জাতীয় দলের অধিনায়কের। এছাড়া তার রয়েছে হোটেল ও রেস্টুরেন্ট, প্রসাধনীসহ নানা ব্যবসা। সেখানে তার প্রচুর বিনিয়োগ রয়েছে।
আগামী জুনে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। যদিও তিনি আল-নাসেরের সঙ্গে চুক্তি করবেন বলে ধারণা করা হচ্ছে। ‘ও জগো’ জানিয়েছে, আল-নাসেরে খেলেই ক্যারিয়ারটা আরো লম্বা করতে চান রোনালদো।
সালাহ সৌদি আরবে নাম লেখালে রোনালদোর ২০ কোটি ইউরোর চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা লিভারপুলের পক্ষে সম্ভব নয়।
সালাহ যে সৌদি আরবে যেতে পারেন, সেই গুঞ্জন উসকে দিয়েছেন দেশটির অন্যতম ক্ষমতাধর ব্যক্তি তুর্কি আল আলশিখ। তিনি আল-হিলালের জার্সি গায়ে সালাহর একটা ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তুর্কি সৌদি আরবে পেশাদার বক্সিং প্রতিযোগিতা আয়োজনের নেপথ্য নায়ক এবং তিনি দেশটির মন্ত্রী ও সৌদির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ তুর্কির ফেসবুক পোস্ট এটাই বলে দেয়, আল-হিলালের আশা পূরণ হতে চলেছে এবং এ বছর যুক্তরাষ্ট্রের মাটিতে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপের আগেই তাকে পেয়ে যাবে আল-হিলাল। এবার ক্লাব বিশ্বকাপে খেলবে সৌদির এ ক্লাব।
বছরে ২০ কোটি ইউরো কিংবা তারও বেশি অর্থে সালাহকে কিনতে হলে মোহাম্মদ বিন সালমান কিংবা সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অনুমোদন প্রয়োজন পড়বে। সেই অনুমোদনের ইঙ্গিতও মিলেছে।
সালাহ ফুটবল বিশ্বের অন্যতম মুসলিম তারকা। আরব বিশ্বের সবচেয়ে নামি ও প্রভাবশালী এ খেলোয়াড়কে নিয়ে ফুটবল মানচিত্রে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে মরিয়া সৌদি প্রো-লিগ।
অল রেডদের হয়ে একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ৩২ বছর বয়সী সালাহ। তার লিভারপুল অধ্যায় কি তবে এবার শেষ হতে চলল?
সালাহ ছাড়াও লিভারপুলের ভার্জিন ফন ডাইক ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের চুক্তির মেয়াদও শেষ হতে চলেছে। তাদের সঙ্গে ক্লাব চুক্তি নবায়ন করবে, নাকি অন্য কোথাও পাড়ি জমাবেন, সেটি এখনো নিশ্চিত নয়।
সূত্র: দ্য সান, ফুটবল ট্রান্সফারস থেকে অনুবাদ ক্রেডিট: বণিক বার্তা/
নিউজটুডেবিডি/খেলার খবর