1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরাইলের অন্ধ সমর্থক মার্কো রুবিও
ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরাইলের অন্ধ সমর্থক মার্কো রুবিও

ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসরাইলের অন্ধ সমর্থক মার্কো রুবিও

0
  • 3 months ago,

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কো রুবিও। তিনি ইসরাইল ঘনিষ্ঠ হিসেবে বেশ পরিচিত। তাকেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান করলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর। স্থানীয় সময় সোমবার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছেন ট্রাম্প। মার্কো রুবিও কট্টর চীনবিরোধী হিসেবে পরিচিত এবং ইসরাইলের ঘনিষ্ঠ সমর্থক। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক ও গোয়েন্দা কমিটির শুনানিতে অংশ নেয়ার কয়েক দিন পরই ১০০ সদস্যের সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওকে সমর্থন দিলেন। তিনি পেয়েছেন ৯৯ ভোট। এ থেকে বোঝা যায়, ভোটপ্রদানকারীরাও ইসরাইলের পক্ষে পরোক্ষভাবে আছেন।

নিউজটুডেবিডি/আন্তর্জাতিক ডেস্ক