1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

0
  • 3 months ago,

মেহেরপুরে জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মেহেরপুর জেলা কারাগার থেকে আজ সকালে ফরহাদ হোসেন ও তাঁর ভাই সরফরাজ হোসেনকে আদালতে নেওয়া হয়। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালেহ মোহাম্মদ নাছিম আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ফরহাদ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে আনা হয়।

মেহেরপুর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবু সালে মো. নাসিম জানান, জামায়াত নেতা তারেক হত্যা মামলায় ফরহাদ হোসেনকে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। তবে তাঁকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মামলার আরজি সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াত নেতা তারেককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল হত্যা করান। ওই সময় আদালত কিংবা থানায় মামলা করতে পারেনি নিহতের পরিবার।

গত ৫ আগস্ট মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় সদর উপজেলার দরবেশপুর গ্রামের রাশেদুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছিলেন। ওই মামলার প্রধান আসামি হিসেবে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুরে নিয়ে আসে পুলিশ।

আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ফরহাদ হোসেন। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে ঢাকায় কয়েকটি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া মেহেরপুরেও কয়েকটি মামলা হয়েছে।