1. Home
  2. বাণিজ্য
  3. ২ দিনের মধ্যে সয়াবিন তেল সরবরাহ স্বাভাবিক হবে-বাণিজ্য উপদেষ্টা
২ দিনের মধ্যে সয়াবিন তেল সরবরাহ স্বাভাবিক হবে-বাণিজ্য উপদেষ্টা

২ দিনের মধ্যে সয়াবিন তেল সরবরাহ স্বাভাবিক হবে-বাণিজ্য উপদেষ্টা

0
  • 2 months ago,


বাজারে সয়াবিন তেল সরবরাহের যে ঘাটতি তৈরি হয়েছে তা দুদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। পরিদর্শনকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘পাম তেলের কোনো ঘাটতি নেই। সয়াবিনের কিছুটা ঘাটতি রয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। আজ থেকে এ অবস্থার উন্নতি হচ্ছে। চারটি প্রতিষ্ঠান সয়াবিন আমদানির সঙ্গে যুক্ত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এসব কোম্পানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আশা করা যায়, আজ (সোমবার) ও আগামীকালের (মঙ্গলবার) মধ্যে সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটবে। সয়াবিনের সামান্য ঘাটতি রয়েছে, সেটি দুই-তিনদিনের মধ্যে মিটে যাবে।’

কোম্পানিগুলোর তেলের দাম বাড়ানোর তৎপরতার বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা এটি চাই না। তেলের দাম বাড়তে দিতে চায় না সরকার। এর পরও দুঃখজনকভাবে দাম বেড়েছে। সয়াবিনের দাম বেড়েছে, কিন্তু সরকার নির্ধারিত দামের চেয়েও ২০-২৫ টাকা কমে পাম তেল বিক্রি হচ্ছে। সুতরাং দাম যেমন বেড়েছে, তেমনি কমেছেও। আমরা আশা করছি, সয়াবিনের যে দাম বেড়েছে সেটি দুই-তিনদিনের মধ্যে কমে আসবে।’

রমজান মাসকে ঘিরে লেবু, বেগুনসহ কিছু পণ্যের দাম বাড়ার বিষয়ে জানতে চাইলে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যে পণ্যের চাহিদা বেশি থাকে, তখন তার দামও কিছুটা বাড়তি থাকে। রমজান মাসে লেবুর চাহিদা বেশি থাকে, সেজন্য এর সরবরাহের ওপর চাপ তৈরি হয়। ফলে কিছুটা দাম বাড়ে। এবার সব পণ্যের দাম কিন্তু বাড়েনি। ওভারঅল দাম বেড়েছে বলে প্রচারণা চালালে ভোক্তাদের ভুল বার্তা দেয়া হয়।’ এ বিষয়ে গণমাধ্যমকে সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি।

এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজালরোধে রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। সোমবার চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পুরো মাস এ কার্যক্রম চলবে।’

বাজার পরিদর্শনকালে উপদেষ্টারা কাঁচাবাজার, তেল ও মাংসের দোকানে গিয়ে কথা বলেন। তারা দোকানিদের কাছ থেকে ক্রয়মূল্য ও কত দামে সেগুলো বিক্রি করছেন সে বিষয়ে খোঁজ নেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ‍শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম উপস্থিত ছিলেন।

নিউজটুডেবিডি/ঢাকা