
রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি (INF) প্রত্যাহার
রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা Intermediate-Range and Shorter-Range Missiles (INF) চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘ইচ্ছাকৃত পদক্ষেপেই’ ২০১৯ সালে INF চুক্তির অবসান ঘটেছে, এবং এরপর থেকে রাশিয়া নিজেদের পক্ষ থেকে সংযম প্রদর্শন করে চুক্তির মান রক্ষা করার চেষ্টা করেছে।
রাশিয়ার ভাষ্য অনুযায়ী, তারা ইউরোপ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রাউন্ড-ভিত্তিক মাঝারি ও স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন না করার স্বেচ্ছাসেবী সিদ্ধান্ত নিয়েছিল, যতক্ষণ না যুক্তরাষ্ট্র সেই ধরনের অস্ত্র মোতায়েন করে। তবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সেই আহ্বানে সাড়া না দিয়ে উল্টো নতুন করে এসব অস্ত্রের পরীক্ষা, উৎপাদন ও মোতায়েন শুরু করেছে।
রাশিয়ার অভিযোগ অনুযায়ী:
– যুক্তরাষ্ট্র ইউরোপে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে INF শ্রেণির ক্ষেপণাস্ত্র ও লঞ্চার মোতায়েন করছে।
– ২০২৪ সালে ফিলিপাইনে Typhon ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়, এবং অস্ট্রেলিয়ায় এর ব্যবহার হয় যৌথ মহড়ায়।
– মার্কিন Dark Eagle হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রথমবার বিদেশে মোতায়েন করা হয়।
– HIMARS ও MLRS সিস্টেমগুলো এখন কার্যত INF শ্রেণির অস্ত্র বহনে সক্ষম, এবং ভবিষ্যতের সংস্করণগুলো ১,০০০ কিমি’র বেশি দূরত্বে হামলা চালাতে সক্ষম হবে।
রাশিয়ার মতে, এসব পদক্ষেপ সরাসরি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বিশ্বজুড়ে অস্ত্র প্রতিযোগিতাকে উসকে দিচ্ছে। এই প্রেক্ষাপটে রাশিয়া আর এই চুক্তির কোনও দায় বহন করবে না, এবং প্রয়োজনে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে তাদের আর কোনও বাধা থাকবে না।
১৯৮৭ সালে তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গরবাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে এই আইএনএফ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্বল্প ও মধ্যম পাল্লার পারমাণবিক অস্ত্র মোতায়েনে বিরত থাকার শর্তে সম্মত হয়েছিল। যার অধীনে উভয় পক্ষ ৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের বহর সরিয়ে নিয়েছিল।
নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক