1. Home
  2. বাংলাদেশ
  3. বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়
বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ সমঝোতা স্মারক ও তিন নোট বিনিময়

0
  • 10 hours ago,

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন । 

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এছাড়াও  তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে।

এর আগে ড. ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। 

প্রধান উপদেষ্টার আরও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। এ ছাড়া ড. ইউনূসের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায়ও যোগ দেওয়ার কথা রয়েছে।

দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। পুত্রজায়ায় পৌঁছানোর পর অধ্যাপক ইউনূসকে নিজ কার্যালয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক