
মালিতে ব্যর্থ হয়েছে ফরাসি সমর্থিত অভ্যুত্থান প্রচেষ্টা
- 18 hours ago,
মালি সরকার জাতীয় টেলিভিশনে গতকাল ঘোষণা করেছে যে তারা একটি “ফরাসি সমর্থিত অভ্যুত্থান প্রচেষ্টা” ব্যর্থ করেছে।
এ অভিযানে নেমা সাগারা এবং আবাস ডেম্বেলে, দুজন শীর্ষ জেনারেলসহ বহু সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সাগারা ও ডেম্বেলে ২০১০-এর দশকের শুরুর দিক থেকে সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত ছিলেন, যার ফলে গোটা দেশ এ খবরে স্তম্ভিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে আরও ডজন খানেক সেনাকেও আটক করা হয়েছে।
মালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এক ফরাসি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে, যিনি ফরাসি গোয়েন্দাদের পক্ষে কাজ করছিলেন এবং রাজনৈতিক নেতা, সিভিল সোসাইটি ও সামরিক সদস্যদের অভ্যুত্থানের জন্য সংগঠিত করছিলেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক