1. Home
  2. বিশ্ব
  3. যুদ্ধবিরতির প্রস্তাবে প্রাথমিক ভাবে সম্মত হামাস-ইসরাইল
যুদ্ধবিরতির প্রস্তাবে প্রাথমিক ভাবে সম্মত হামাস-ইসরাইল

যুদ্ধবিরতির প্রস্তাবে প্রাথমিক ভাবে সম্মত হামাস-ইসরাইল

0
  • 2 days ago,

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও মিসরের সিনিয়র কর্মকর্তাদের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে।

আল-জাজিরা, আল-মায়াদিন ও জেরুজালেম পোস্ট বরাতে জানা যায়, এই প্রস্তাব ইসরায়েলের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার পরে উভয় পক্ষ প্রস্তাবের যে বিষয়গুলো নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে, তার মূল বিষয়গুলো হলো—

১/ ১০ জন জীবিত বন্দি ও ১৮টি মৃতদেহ মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি।

২/ যুদ্ধবিরতির সময়ে যুক্তরাষ্ট্রের নিশ্চয়তায় স্থায়ী সমাধান নিয়ে আলোচনা।

৩/ জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি।

হামাস এর সাথে আরো যেসকল বিষয় চাচ্ছে:

১/ গাজা উপত্যকার উত্তর ও পূর্বে এক কিলোমিটার ভেতরে সেনা প্রত্যাহারের করতে হবে।

২/ ১০ জন জীবিত জিম্মির বিনিময়ে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১৪০ জন ফিলিস্তিনি বন্দী এবং ১৫ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ডপ্রাপ্ত ৬০ জনকে মুক্তি দিতে হবে।

৩/ প্রতিটি ইসরায়েলি মৃতদেহের বিনিময়ে ১০টি ফিলিস্তিনি মৃতদেহ ফিরিয়ে দিতে হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক