
সিরিয়ায় বসতি স্থাপনের চেষ্টায় ইসরায়েলিরা
- 1 day ago,
কিছু ইসরায়েলি পরিবার সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে ঘর ও তাঁবু বানিয়ে বসতি স্থাপনের চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
ইসরায়েলিরা তাদের এই বসতির নাম দিয়েছে “নেভে বাশান।”
বাশান ছিলো এক প্রাচীন রাজ্য। যার সাম্রাজ্যের অংশ ছিল বর্তমান সিরিয়া, জর্ডান ও লেবাননের এলাকা। তোরাহ অনুযায়ী, মুসা (আ.) রাজা ওগকে পরাজিত করার পর ইসরায়েলিরা এ রাজ্য দখল করে।
সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে বড় আকাশ হামলার নামও ছিল “অ্যারোস অব বাশান”। এই হামলাটি আসাদ সরকারের পতনের পর চালানো হয়েছিল।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক