
ইরান হামলার মূল্যায়ন নিয়ে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান বরখাস্ত
- 7 hours ago,
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (DIA) পরিচালক জেফ্রি ক্রুসকে বরখাস্ত করেছেন।
হেগসেথের দপ্তর জানিয়েছে, ক্রসের নেতৃত্বের প্রতি “আস্থাহানি”-র কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পেছনের ঘটনা হলো, গত জুনে DIA একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা তাদের কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য বিলম্বিত করেছে।
আর এই রিপোর্টের তথ্য CNN এবং নিউ ইয়র্ক টাইমস-এ ফাঁস হওয়ার পর ট্রাম্প প্রশাসনের ভেতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এরপর জানুয়ারি থেকে শুরু হয় প্রতিরক্ষা ও গোয়েন্দা খাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের একের পর এক বরখাস্তকরন। অনেকেই মনে করছেন এটিও সেই ধারাবাহিকতারই অংশ।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক