1. Home
  2. বাংলাদেশ
  3. সংসদীয় আসন ঢাকা ১৮ ভাগ করার প্রতিবাদে মানববন্ধন
সংসদীয় আসন ঢাকা ১৮ ভাগ করার প্রতিবাদে মানববন্ধন

সংসদীয় আসন ঢাকা ১৮ ভাগ করার প্রতিবাদে মানববন্ধন

0
  • 8 hours ago,

”সচেতন তুরাগবাসী”র ব্যানারে গতকাল শুক্রবার  উত্তরায় এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানবনন্ধনে বক্তারা বলেন, একটি মহল তাদের নিজেদের রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য সংসদীয় আসন ঢাকা ১৮ এর ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করে মিরপুরের সাথে যুক্ত করতে চায়। আমরা তাদের এই প্রচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তুরাগবাসী এই ষড়যন্ত্রকে রুখে দিবো। তুরাগ ঢাকা-১৮ আসনের সাথে ছিলো এবং থাকবে। 

একজন বক্তা বলেন, আমরা ঢাকা-১৮ আসনের বাসিন্দারা সুখে-দুঃখে একে আপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করছি। আমাদের ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ডে  প্রায় লক্ষাধিক ভোটারের বসবাস। অত্র ওয়ার্ডসমূহের বাসিন্দাদের নাগরিক সকল কার্যক্রম, যাতায়াত ব্যবস্থাসহ সব কিছু ঢাকা-১৮ আসনের সাথে সংযুক্ত। আমরা আমাদের নাগরিক সকল কাজের সুবিধার্থে এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকা-১৮ আসনে আছি এবং থাকতে চাই। আমরা কখনও ঢাকা-১৬ তথা মিরপুরের সাথে যুক্ত হতে চাই না। 

সচেতন তুরাগবাসীর সভাপতি ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো: শফিকুল ইসলাম ও সমাজসেবক কামরুল হাসানের পরিচালনায় সকাল ১০.০০ টায় কয়েকহাজার লোকের অংশগ্রহণে মানববন্ধনটি উত্তরা খালপাড় অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ঢাকা-১৮ আসনের বাংলাদেশ  জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকসহ তুরাগের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। 

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক