1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ইসরাইলের হামলার পর হুথি সরকারের বেঁচে থাকা মন্ত্রীর সংখ্যা ”৪”
ইসরাইলের হামলার পর হুথি সরকারের বেঁচে থাকা মন্ত্রীর সংখ্যা ”৪”

ইসরাইলের হামলার পর হুথি সরকারের বেঁচে থাকা মন্ত্রীর সংখ্যা ”৪”

0
  • 1 week ago,

ইয়েমেনে ইসরাইলের আক্রমণে হুথি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে হুথি সরকার। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরাইল। এতে আহমেদ আল-রাহাওয়িসহ বেশ কয়েকজন মন্ত্রী নিহত হন। শনিবার এক বিবৃতিতে গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে। হুথি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ২০২৪ সালের আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছিলেন আহমেদ আল-রাহাওয়ি। সরকারের বার্ষিক কার্য মূল্যায়নের জন্য আয়োজিত একটি কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়েছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরাইলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুথিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইল দফায় দফায় ইয়েমেনে হামলা চালিয়েছে। তার মৃত্যুতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মেফতা।

এই হামলায় নিহতদের তালিকায় হুতি সরকারের যে সমস্ত মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন:

১. আহমেদ গালেব আল-রাহউই – প্রধানমন্ত্রী

২. মোহাম্মদ আল-মাদানি – উপ-প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসন মন্ত্রী

৩. হাশেম শরাফ আল-দীন – তথ্য মন্ত্রী

৪. মোহাম্মদ আল-মাওলিদ – যুব ও ক্রীড়া মন্ত্রী

৫. জামাল আমের – পররাষ্ট্রমন্ত্রী

৬. হাসান আল-সাদি – শিক্ষা মন্ত্রী

৭. সামির বাজালা – সমাজকল্যাণ মন্ত্রী

৮. মুজাহিদ আবদুল্লাহ – আইন ও বিচার মন্ত্রী

৯. আলি সাইফ – বিদ্যুৎ মন্ত্রী

১০. মোহাম্মদ কাহিম – পরিবহন ও গণপূর্ত মন্ত্রী

১১. মুয়িন আল-মাহকারি – অর্থ মন্ত্রী

১২. আলি আল-ইয়াফি – সংস্কৃতি মন্ত্রী

১৩. আবদুলমাজিদ আল-মুরতাদা – স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী

১৪. ফারেস আল-দাহিয়ানি – প্রধানমন্ত্রীর কার্যালয়ের গোয়েন্দা প্রধান

১৫. হোসেইন দাইফ আল্লাহ – গোয়েন্দা সংস্থার উপপ্রধান

১৫. মোহাম্মদ আল-কিবসি – প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ

উল্লেখ্য এখন হূতি বিদ্রোহীদের মাত্র চার জন মন্ত্রী জীবিত আছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক