
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীর পক্ষে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্টটি করেছেন, একই সাথে পোস্টটি তিনি আরও ১২ জনের সাথে ট্যাগ করেছেন। পোস্টটিতে তিনি লিখেন, ‘শুভ কামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেন, ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল।’ তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ২১ নম্বর ব্যালটে ভিপি প্রার্থী হয়েছেন আবিদুল ইসলাম আবিদ, ১৭ নম্বর ব্যালটে জিএস প্রার্থী হয়েছেন তানভীর বারী হামিম এবং একই প্যানেলে ৮ নম্বর ব্যালটে এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদ।
দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এমন পক্ষপাতমূলক ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
এ পোস্টের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সদস্য আসাদুজ্জামান খোকন ওসির ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ডাকসুতেই এই অবস্থা! জাতীয় নির্বাচনে কি হবে?’
প্রতিবাদ জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ লিখেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে প্রচারণা করছে। পুলিশের ওসি পদে থেকে কীভাবে একটি দলের পক্ষে ক্যাম্পেইন করতে পারেন?’
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন সাংবাদিকদের বলেন, দায়িত্বশীল জায়গা থেকে একজন পুলিশ কর্মকর্তার এধরনের বক্তব্য অনভিপ্রেত। অতীতেও তিনি পক্ষপাতমূলক আচরণ করেছেন।’
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ নিয়ে তিনি থানায় জিডি করেছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক