1. Home
  2. বিশ্ব
  3. এশিয়া
  4. পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

0
  • 11 hours ago,

তীব্র বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে বলে বিবিসির এক খবরে বলা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের গতকাল সোমবার থেকে নেপালে বিক্ষোভ শুরু হয়। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। তারা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময়ে তারা কমিউনিস্ট পার্টির সদর দপ্তর, ফেডারেল পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়।

এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে।

‘জেন জেড প্রোটেস্ট’ বা জেন-জি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীদের নেপালির পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ওলির পদত্যাগের ঘোষণা আসলো। যদিও এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক