1. Home
  2. বিশ্ব
  3. ইরান এবং আইএইএ এর মধ্যে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর
ইরান এবং আইএইএ এর মধ্যে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

ইরান এবং আইএইএ এর মধ্যে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর

0
  • 7 hours ago,

ইরান মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)-এর সাথে একটি নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি নতুন এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তিটি স্বাক্ষরিত হয় মিসরের কায়রোতে। গ্রোসি একে ‘সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন।

এই চুক্তি মৌলিক তিনটি বিষয়:

১. আইএইএ পরিদর্শকদের আবার ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

২. ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা সম্পর্কে তাদের অবহিত করা হবে।

৩. সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কেও তথ্য সরবরাহ করা হবে।

এই বৈঠকটি ছিল ইরান-ইসরায়েল যুদ্ধপরবর্তী সময়ে আইএইএ-এর সঙ্গে ইরানের প্রথম উচ্চ পর্যায়ের একটি বৈঠক। উল্লেখ্য, ওই যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালানো হয়।

গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি ও মার্কিন হামলার নিন্দা জানাতে অইএইএ-এর ব্যর্থতার দিকে ইঙ্গিত করে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয়। 

তেহরানের সহযোগিতা স্থগিত করার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা ইরান ত্যাগ করেন চলে যান।

এরপর গত মাসে একটি দল অল্প সময়ের জন্য ফিরে এসে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি পরিবর্তনের তদারকি করে। বর্তমানে পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের জন্য ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন।

তবে সর্বশেষ পরিদর্শনে ফোর্ডো ও নাতাঞ্জসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এসব স্থাপনাই জুন মাসের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত আগস্টে কয়েক সপ্তাহ ধরে ইরানকে সতর্কবার্তার পর ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে।

তাদের দাবি, ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতি মানছে না। ইরান এই পদক্ষেপকে ‘অবৈধ’ বলে নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে, এর ফলে ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপীয় শক্তিগুলোকে বাদ দেওয়া হতে পারে।

নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরে সংবাদ সম্মেলনে ইরানি মন্ত্রী আরাঘচি বলেন, ‘সংস্থাটির সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতা নতুন কাঠামোতে হবে। অবৈধ হামলার পর নতুন বাস্তবতায় সহযোগিতা।

কায়রো সফরের অংশ হিসেবে ইরানি মন্ত্রী ও আইএইএ প্রধান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। 

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ‘এটি আলোচনার টেবিলে ফিরে আসা এবং ইরানের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান অর্জনের পথ প্রশস্ত করতে পারে।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক