
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে জাকসু নির্বাচন চলাকালীন সময়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান সোহানকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলের প্রভোস্ট শফিকুল ইসলাম তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টরের কাছে হস্তান্তর করছে।
আটক হাফিজুর রহমান সোহান ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ভোট চলাকালীন সময়ে অবৈধভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থান করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, আমরা যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত আছি সবাই গতরাত থেকেই সতর্ক ছিলাম। আমি গত রাত সাড়ে ১২টায় এই হল থেকে গিয়েছি। এর মধ্যে আমরা খবর পেয়েছি বেলা ১১টার দিকে ছাত্রদলের একজন এই হলে অবস্থান করছেন। খবর পাওয়া মাত্রই আমি সেখানে গিয়ে তাকে আটক করে প্রক্টরের কাছে হস্তান্তর করেছি। সে এখন প্রক্টর অফিসে আছে।
অধ্যাপক শফিকুল ইসলাম আরো বলেন, আমি হলের প্রভোস্ট হিসেবে যে ব্যবস্থা নেয়ার দরকার ছিল, সেটি নিয়েছি। এখন প্রক্টর অফিস ও প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে ব্যবস্থা নেবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক