1. Home
  2. শিক্ষা
  3. ক্যাম্পাস
  4. জাকসুর আরেক নির্বাচন কমিশনারের পদত্যাগ, সন্ধ্যায় হবে ফল ঘোষণা
জাকসুর আরেক নির্বাচন কমিশনারের পদত্যাগ, সন্ধ্যায় হবে ফল ঘোষণা

জাকসুর আরেক নির্বাচন কমিশনারের পদত্যাগ, সন্ধ্যায় হবে ফল ঘোষণা

0
  • 4 hours ago,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে, জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার পদত্যাগ করেন। শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। টানা তিন দিন ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণার কথা রয়েছে। এ নির্বাচনকে ঘিরে নানা নাটকীয় পরিবেশ তৈরি হয়। এর আগে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ চারটি প্যানেল।

অন্যদিকে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক