
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। তবে বৃষ্টির কারণে প্রথম দিন প্রচারণায় বিড়ম্বনা সৃষ্টি হয়।
এদিকে শনিবার রাতে এক জরুরি সভায় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যালট নম্বর বরাদ্দের নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। নতুন নিয়মে রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি প্রার্থীদের প্রত্যেকের ব্যালট নম্বর প্রত্যেক পদের বিপরীতে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। জানা যায়, শনিবার রাতে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ বেশ কয়েকটি প্যানেলের ভিপি প্রার্থীরা নির্বাচন কমিশনে যান। তারা প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দের আগের নিয়ম নিয়ে আপত্তি করেন। পরে নির্বাচন কমিশন জরুরি সভায় বসে। সভা শেষে রাতেই প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাকসু নির্বাচনের ব্যালট নম্বর বরাদ্দের নতুন নীতিমালা প্রকাশ করা হয়।
অন্যদিকে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উল্লেখ্য, রাকসু নির্বাচনে ১০টি প্যানেল ছাড়াও ‘স্বতন্ত্র’ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী রয়েছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এছাড়া হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক