1. Home
  2. বিশ্ব
  3. চীন
  4. ঐতিহাসিক চীন  সফরে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট
ঐতিহাসিক চীন  সফরে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

ঐতিহাসিক চীন  সফরে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট

0
  • 2 weeks ago,

চীনে ১০ দিনের সরকারি সফরে আছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

এই সফরের শুরুতেই তিনি প্রতিরক্ষা উৎপাদন ও এভিয়েশন খাতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সফরে এখন পর্যন্ত বিশেষ যা কিছু করেছেন:

১. জারদারি চীনের AVIC কমপ্লেক্স পরিদর্শন করেন—যেখানে আগে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান কখনো যাননি।

২. তিনি চীনা এয়ারস্পেস প্রযুক্তির প্রশংসা করে বলেন, “J-10 এবং JF-17 পাকিস্তান এয়ারফোর্সকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।”

৩. সফরে তিনি J-10C, JF-17 যৌথ উৎপাদন, J-20 স্টেলথ ফাইটার, UAVs এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেমের উন্নতি প্রত্যক্ষ করেন।

এই সফর পাকিস্তান-চীন প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিশেষ করে আঞ্চলিক সামরিক ভারসাম্যে যথেষ্ট প্রভাব ফেলবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক