1. Home
  2. বিশ্ব
  3. অনুপ্রবেশকারীরা সহিংসতা উস্কে দেয় এবং আমাদের যুবকদের হত্যা করে: অলি
অনুপ্রবেশকারীরা সহিংসতা উস্কে দেয় এবং আমাদের যুবকদের হত্যা করে: অলি

অনুপ্রবেশকারীরা সহিংসতা উস্কে দেয় এবং আমাদের যুবকদের হত্যা করে: অলি

0
  • 7 days ago,

সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়া নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এক বিবৃতিতে  আন্দোলনে ‘ষড়যন্ত্রকারীদের অনুপ্রবেশ’ ছিল বলে দাবি করেছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি করার নির্দেশ দেয়নি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নেপালের সংবিধান দিবসে ফেসবুকে প্রকাশ করা বিবৃতিতে বিক্ষোভকারীদের মৃত্যুর কথা উল্লেখ করে অলি বলেন, ‘জেন-জিদের শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন অনুপ্রবেশ ঘটেছিল। যেসব ষড়যন্ত্রকারীরা এতে অনুপ্রবেশ করেছিল, তারা সহিংসতা উস্কে দেয় এবং আমাদের যুবকদের হত্যা করে।’

তিনি আরও বলেন, ‘সরকার বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেয়নি। পুলিশের কাছে নেই – এমন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানোর ঘটনা তদন্ত করা উচিত।’

অলি আরও অভিযোগ করেন, অজ্ঞাত শক্তিগুলো দেশটির মূল প্রতীক এবং প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পরও জাতীয় স্থাপত্য ও প্রতীকগুলোতে আগুন লাগানোর ঘটনাকে ‘গভীর ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ’ হিসেবে বর্ণনা করেন।

অলি বলেন, ‘প্রধানমন্ত্রী (পদ) থেকে আমার পদত্যাগের পর সিংহ দরবার পুড়িয়ে দেওয়া হয়েছে, নেপালের মানচিত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, দেশের প্রতীক মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। জনপ্রতিনিধিত্বশীল সংগঠন, আদালত, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের অফিস, তাদের নেতা ও কর্মীদের বাড়িঘর, ব্যক্তিগত সম্পত্তি ছাই করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনার পেছনের ষড়যন্ত্র নিয়ে আমি আজ বেশি কিছু বলব না। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই নিজে নিজেই প্রকাশ পাবে। কিন্তু আমাদের অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, আমাদের জাতি কি গড়ে উঠছিল, নাকি ভেঙে ফেলা হচ্ছিল? এই ক্ষোভ কি কেবল একটি মিথ্যা এবং বিভ্রান্তিকর বর্ণনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল?’

অলি আরও বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম নিজেরাই সত্য বুঝতে পারবে। আর যারা দেশ ছেড়ে যাওয়া তরুণদের অবজ্ঞা করে, সময় তাদের মনে করিয়ে দেবে যে, তাদের সিদ্ধান্ত ভুল ছিল। অবশেষে নতুন প্রজন্ম সবকিছুই বাস্তবে দেখতে পাবে।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক