
এবার বেলজিয়ামের ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান
এবার ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈশ্বিক সম্মেলনে এই ঘোষণা দেন। এই সম্মেলনটি মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত হয়েছিল।
বের্ত দি ওয়েভার বলেন, বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু এটি এখনই কার্যকর হচ্ছে না। বেলজিয়াম আপাতত ফিলিস্তিনে কোনো দূতাবাস স্থাপন করবে না, কারণ এই স্বীকৃতি পুরোপুরি কার্যকর হতে কিছু শর্ত পূরণ করতে হবে। তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্রের প্রতিষ্ঠা হবে না। আমরা মনে করি, এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ওপর আঘাত। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনিদের প্রাপ্য। এ কারণে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘তবে আমাদের এই পদক্ষেপের কারণে হামাস উপকৃত হবে, এমন মনে করার কোনো কারণ নেই। এই স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন হামাস সব জিম্মিকে মুক্তি দেবে, অস্ত্র সমর্পণ করবে এবং গাজার প্রশাসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবে।’
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্যরাষ্ট্র এই সম্মেলনে যোগ দিয়েছিল। সম্মেলনে ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। বেলজিয়ামও তাদের মধ্যে অন্যতম। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক