1. Home
  2. বিশ্ব
  3. আজারবাইজান গোপনে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে??
আজারবাইজান গোপনে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে??

আজারবাইজান গোপনে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে??

0
  • 2 days ago,

রুয়ান্ডার সংবাদমাধ্যম উমুসেকে জানিয়েছে, আজারবাইজান ন্যাটো অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনে গোপনে অস্ত্র পাঠাচ্ছে। এ পথে ব্যবহার হচ্ছে যুদ্ধবিধ্বস্ত সুদান।

অস্ত্র পাঠাচ্ছে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা সিআইএইচএজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন।

রুটটি এভাবে কাজ করছে—

প্রথমে আজারবাইজান–তুরস্ক সীমান্তে দিলুজুতে পৌঁছায় অস্ত্র। গাজিয়ানতেপে এটিকে “মানবিক সহায়তা” নামে রূপান্তর করা হয়।

এরপর তুরস্ক ও জার্মান জাহাজে করে পাঠানো হয় সুদানের বন্দরে। সেখানে এটি “সুদানি অস্ত্র” হিসেবে নতুনভাবে নিবন্ধিত হয়। শেষে সুইস শিপিং কোম্পানি এটিকে জার্মানির হামবুর্গে নিয়ে যায়। সেখান থেকে স্থলপথে ইউক্রেনে পৌঁছে।

এই অস্ত্রের মধ্যে আছে তুরস্কে তৈরি পিস্তল, হিজার এ+ ম্যানপ্যাড, বোমা ও ড্রোন যন্ত্রাংশ।

বিশ্লেষকরা বলছেন, এতে আফ্রিকার বিদ্রোহী গোষ্ঠীর হাতেও অস্ত্র চলে যেতে পারে। রাশিয়া চাইলে আজারবাইজানের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে, যা সম্পর্কের জন্য বড় ধাক্কা হবে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ খোলাখুলিই ইউক্রেনকে সমর্থন দিয়েছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক