
গাজায় ভয়াবহ মানবিক সংকট: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে সতর্ক করেছেন যে, ইসরায়েল–ফিলিস্তিন সংঘাত এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করেছে।
তিনি বলেন, গাজা সিটিতে ইসরায়েলি হামলা ইতিমধ্যেই ভয়াবহ মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে। মানুষ বারবার স্থানান্তরে বাধ্য হচ্ছে, খাদ্যের অভাবে অনাহার চলছে।
গুতেরেস অভিযোগ করেন, জাতিসংঘের প্রস্তাব উপেক্ষিত হচ্ছে, আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গ হচ্ছে, অথচ দায়মুক্তি চলছে। এতে বিশ্ব সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তিনি ইসরায়েলের ই-ওয়ান এলাকায় নতুন বসতি নির্মাণ পরিকল্পনাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তার মতে, এটি কার্যকর হলে পশ্চিম তীর বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ফিলিস্তিনি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হবে।
গুতেরেসের বক্তব্যে জোর দিয়ে বলা হয়, ইসরায়েলি বসতি কেবল রাজনৈতিক ইস্যু নয়, বরং তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক