
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করতে একটি প্রাথমিক শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে ২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটি উপস্থাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে তিনিসহ ট্রাম্প প্রশাসনের কয়েক জন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
২১টি পয়েন্ট সম্বলিত সেই পরিকল্পনাটিতে উল্লেখ করা হয়েছে:
> সব জিম্মিদের মুক্তি।
> স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর।
> ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার।
> যুদ্ধ-পরবর্তী গাজায় হামাসবিহীন প্রশাসন গঠন।
> নিরাপত্তার দায়িত্বে থাকবে আরব বাহিনী।
> পুনর্গঠনের জন্য আরব অর্থায়ন।
ট্রাম্পের সঙ্গে আরব-মুসলিম নেতাদের বৈঠকে উপস্থিত কয়েক জন মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকের সঙ্গেও যোগাযোগ করেছে সিএনএন। তারা বলেছেন, আরবের নেতারা ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করেছেন। পাশাপাশি তারা আরও কয়েকটি পয়েন্ট যোগ করার পরামর্শও দিয়েছেন। সেগুলো হলো—
> কোনো অবৈধ দখল বা সংযুক্তি (annexation) হবে না।
> নতুন কোনো বসতি স্থাপন করা যাবে না।
> আল-আকসা মসজিদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।
> আরও বেশি মানবিক সাহায্য পৌঁছাতে হবে।
এখন একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত হচ্ছে এবং সোমবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আরো বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, সোমবার জাতিসংঘের সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য বৈশ্বিক সম্মেলনে হয়েছে। সম্মেলনের মূল আয়োজক ছিল ফ্রান্স এবং সৌদি আরব। সেই সম্মেলনের আবহেই আরবের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: ইসরায়েলি চ্যানেল 12 এবং সিএনএন
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক