1. Home
  2. শিক্ষা
  3. উচ্চশিক্ষা
  4. অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ হলো
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ হলো

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ হলো

0
  • 3 weeks ago,

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর শুনিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল-১ এ অন্তর্ভুক্ত করেছে। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া এখন আরও সহজ হবে।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স মঙ্গলবার প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভিসা ফলাফলের ভিত্তিতে সেপ্টেম্বর ২০২৫-এর এভিডেন্স লেভেল হালনাগাদ করা হয়েছে। এটি ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

এই প্রথম বাংলাদেশ লেভেল-১ মর্যাদা পেল। এতে উচ্চমানের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির শর্তগুলোও তুলনামূলক শিথিল হবে। বার্তার পর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশি এজেন্সি ও কনসালটেন্সিকে আপডেট জানিয়েছে।  

২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়া সরকারের এসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল বাংলাদেশ। এ কারণে নানা জটিলতার মুখোমুখি হতেন শিক্ষার্থীরা। লেভেল-১ এ উন্নীত হওয়ায় এখন তুলনামূলক কম খরচে, দ্রুত ও সহজ কয়েকটি ধাপেই ভিসার জন্য আবেদন করা যাবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক