1. Home
  2. বিশ্ব
  3. ইসরায়েল যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করতে ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা
ইসরায়েল যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করতে ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা

ইসরায়েল যুক্তরাষ্ট্রের জনমত প্রভাবিত করতে ১৪৫ মিলিয়ন ডলারের ডিজিটাল প্রচারণা

0
  • 2 weeks ago,

প্রো-ইসরায়েল বার্তা জোরদার করতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫ সালের বাজেটে ৫৪৫ মিলিয়ন শেকেল (প্রায় ১৪৫ মিলিয়ন ডলার)  বরাদ্দ করেছে। 

প্রোজেক্ট ৫৪৫ নামের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসরায়েলের পক্ষে বৈশ্বিক জনমত গঠন।

এই প্রকল্পে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লোক টাওয়ার এক্স এলএলসি নামের একটি কোম্পানিকে ৬ মিলিয়ন ডলারের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি  ট্রাম্পের সাবেক প্রচারণা পরিচালক ব্র্যাড পারস্কেলের নেতৃত্বে পরিচালিত হবে।

প্রচারণার মূল ফোকাস থাকবে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্ম। বিশেষ করে টিকটক, ইউটিউব ও ইন্সটাগ্রাম  এর মতো প্ল্যাটফর্মে।

প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল অ্যালগরিদম নিয়ন্ত্রণ  এবং এআই মডেল (যেমন চ্যাট জিপিটি  ও জেমিনি) -এর তথ্য উৎসে প্রভাব বিস্তার করতে চায়। যাতে প্রো-ইসরায়েলের ধারণা ছড়িয়ে দেওয়া যায়।

নেতানিয়াহু এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমই আজকের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র, যা মানুষের ভাবনা বদলে দিতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক