
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো।
গণতন্ত্র, মানবাধিকার ও অহিংস প্রতিরোধের প্রতি তার “অটল অঙ্গীকার”-এর স্বীকৃতি হিসেবে নোবেল কমিটি ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছে ভেনেজুয়েলার বিশিষ্ট বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদোকে।
৫৬ বছর বয়সী মাচাদো বহু বছর ধরে হুগো শ্যাভেজ ও মাদুরো শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
কঠোর দমন-পীড়ন, ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা এবং নির্বাসনের হুমকি সত্ত্বেও তিনি গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে সক্রিয় রয়েছেন।
নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, মাচাদোর নেতৃত্বে ভেনেজুয়েলার জনগণ আন্তর্জাতিকভাবে স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনের দাবি তুলতে সক্ষম হয়েছে। তিনি “ন্যায়বিচারের মাধ্যমে শান্তির” আলফ্রেড নোবেলের মূল দৃষ্টিভঙ্গির এক বাস্তব প্রতিচ্ছবি।
পুরস্কারটির আর্থিক মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার) এবং এটি আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। এর মাধ্যমে মাচাদো হলেন ভেনেজুয়েলার প্রথম নোবেলজয়ী।
মাচাদো একজন শিল্প প্রকৌশলী এবং ভেনেজুয়েলার বিরোধী সংগঠন Vente Venezuela-এর প্রধান। তিনি নাগরিক সংগঠন Súmate-এর প্রতিষ্ঠাতা এবং ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য ছিলেন।
সরকারি নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি গোপন অবস্থান থেকে গণতন্ত্রের পক্ষে তার লড়াই চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিকভাবে তিনি ইতোমধ্যে BBC 100 Women (2018), TIME100 (2025) এবং ভ্যাকলাভ হাভেল ও সাখারভ মানবাধিকার পুরস্কার লাভ করেছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক