1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. রাজনীতি ও ধর্ম আলাদা হলে দেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হয়: জাহিদুর রহমান
রাজনীতি ও ধর্ম আলাদা হলে দেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হয়: জাহিদুর রহমান

রাজনীতি ও ধর্ম আলাদা হলে দেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হয়: জাহিদুর রহমান

0
  • 1 week ago,

মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, রাজনীতি এবং ধর্ম আলাদা হলে সেই দেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম হয়। গতকাল শনিবার (১১ অক্টোবর) তার নির্বাচনী এলাকায় জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে এই কথা বলেন।

জাহিদুল রহমান বলেন, ”অনেকে বলেন ধর্ম ও রাজনীতি দুটি আলাদা। আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আমি এটাকে মানি না। ধর্ম ও রাজনীতি যদি আলাদা হয় তবে সেই দেশের শাসক অত্যাচারী হয়। সেই দেশের শাসক মানুষের কল্যাণে কাজ করে না। যেমন শেখ হাসিনা, তার কাছে ধর্ম ও রাজনীতি আলাদা ছিলো। ফলে সে আয়না ঘর প্রতিষ্ঠা করেছিলো।”

তিনি আরও বলেন, আমরা এমন কোন প্রতিশ্রুতি দেবো না যা আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমরা ক্ষমতায় গেলে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কাজ করবো।

জাহিদুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে আমাদের যাবতীয় লিংক ব্যবহার করে যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করবো। আমরা একটি দক্ষ যুবসমাজ গড়ে তুলবো।

তিনি জামায়াতের সাবেক দুই মন্ত্রীর কথা উল্লেখ করে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে  তারা যে কোন ধরনের দুর্নীতি করবে না এবং কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না সেই কথা পুনরব্যক্ত করেন। 

গোলাইডাঙ্গা বাজার, দক্ষিণ জামশা বাসস্ট্যান্ড, মাটিকাটা বাজার, মাটিকাটা খান বাড়ি মসজিদ, দক্ষিণ জামশা বাজার, জামশা ইউনিয়ন পরিষদ বালুর চর এবং উত্তর জামশা বাজারের এই পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক