
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আবারও ‘না’ বলে দিল নির্বাচন কমিশন (ইসি)। শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় দলটিকে ইসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিদ্যমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় সেটি কোনো দলকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই। শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করে দেবে। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসি এ কথা জানান।
শাপলা প্রতীক পাওয়ার দাবিতে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক ও চিঠি চালাচালি করেছে এনসিপি। দলের শীর্ষ নেতারা সরাসরি জানিয়েছেন, প্রয়োজনে রাজপথেও নামবে তারা। এমনকি প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও তারা পুণর্বিবেচনা করতে পারে বলে জানিয়েছে দলটি।
তবে নির্বাচন কমিশনের অবস্থান এই বিষয়ে স্পষ্ট। বরাবরই তারা বলে বলে আসছে, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় না থাকায় এটি বরাদ্দ দেয়া সম্ভব নয়। এবার সেই বার্তা আরও জোরালোভাবে জানাল ইসি।
একই ব্রিফিংয়ে আলোচনায় আসে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন সংক্রান্ত বিষয়টি। ইসি সচিব জানান, এখনো এ বিষয়ে কমিশনে কোনো প্রস্তাব উপস্থাপন হয়নি। তবে কমিশনের অভ্যন্তরে এ বিষয়ে ঐকমত্যের কোনো সুপারিশ এলে, তখন করণীয় নির্ধারণ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে ইসি আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসছে ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক