1. Home
  2. বিশ্ব
  3. পাকিস্তান
  4. তালেবনদের ‘ভারত-সমর্থিত প্রক্সি’ উল্লেখ করে ভারত-আফগানিস্তানকে সতর্ক করলেন পাক সেনাপ্রধান
তালেবনদের ‘ভারত-সমর্থিত প্রক্সি’ উল্লেখ করে ভারত-আফগানিস্তানকে সতর্ক করলেন পাক সেনাপ্রধান

তালেবনদের ‘ভারত-সমর্থিত প্রক্সি’ উল্লেখ করে ভারত-আফগানিস্তানকে সতর্ক করলেন পাক সেনাপ্রধান

0
  • 3 days ago,

আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো ‘ভারত-সমর্থিত প্রক্সিদের’ লাগাম টেনে ধরার জন্য তালেবান সরকারকে কঠোরভাবে সতর্ক করেছেন ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান হুঁশিয়ারি দেন, হামলা বন্ধ না হলে প্রক্সিদের বিরুদ্ধে দৃঢ় এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৮ অক্টোবর) অ্যাবোটাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভাষণ দেওয়ার সময় মুনির বলেন, আফগানিস্তানের জনগণকে সহিংসতা নয়, পারস্পরিক শান্তি ও নিরাপত্তা বেছে নিতে হবে।

কয়েকদিন ধরে চলা ভয়াবহ লড়াইয়ের পর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের সেনাসহ কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত আহত হয়েছে।

মুনির বলেন, ‘আমি ভারতের সামরিক নেতৃত্বকে পরামর্শ দিচ্ছি এবং দৃঢ়ভাবে সতর্ক করছি, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। আমরা কখনই আপনার বক্তব্যে ভীত বা বাধ্য হব না। কোনো দ্বিধা ছাড়াই সামান্য উস্কানির ক্ষেত্রেও, মাত্রা ছাড়িয়ে সিদ্ধান্তমূলকভাবে জবাব দেব।’

তিনি উল্লেখ করেন, ‘পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার – যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে – সরাসরি ভারতের ওপর বর্তাবে। যদি নতুন করে শত্রুতা শুরু হয়, তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক