
বিএনপি সরকার গঠন করলে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে: এ্যানি
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশে উপস্থিত হয়ে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গত রবিবার (১৯ অক্টোবর) সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে। তবে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মহাসমাবেশ করছেন এবং একই সঙ্গে চলছে আমরণ অনশন।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন না।
সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু ২০ শতাংশ হয়তো পাননি। ৫ শতাংশ বাড়িভাড়া পর্যাপ্ত নয়, বিশেষ বিবেচনা করতে হবে।” একই সাথে তিনি বর্তমান পরিস্থিতিতে এমন কোনো কাজ না করার জন্য শিক্ষকদের অনুরোধ জানান, যাতে মানুষের ক্ষতি হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষকদের দাবির প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশের কথা জানান এ্যানি। শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করার কথা উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমান আন্দোলনের আগেই বলেছেন, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হবে। এটি ছোট কথা নয়, কমিটমেন্ট। দলের পক্ষ থেকে আবারও অবহিত করলাম।”
তিনি আরও বলেন, শিক্ষকদের যেন বার বার রাস্তায় নামতে না হয়, সে জন্য পূর্ণ জাতীয়করণ করার দাবি পুনর্ব্যক্ত করে তাদের মর্যাদার জায়গায় আসীন করার কথা জানান।
শিক্ষকদের সুশৃঙ্খলভাবে ৯ দিন ধরে কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য বিএনপির এই নেতা তাদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, এই শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক