ব্যবহারকারীদের এখন থেকে বিকল্প ব্যবস্থার কথা ভাবতে হবে, কারণ ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে মেটার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আর কাজ করবে না ওপেনএআই-এর এআই চ্যাটবট চ্যাটজিপিটি।
ওপেনএআই জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নীতি ও ব্যবহারের শর্তে পরিবর্তন আসার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এক ব্লগ পোস্টে এ পরিবর্তনের বিষয়ে ঘোষণায় ওপেনএআই বলেছে, ‘আমরা হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি চালু রাখতেই চেয়েছিলাম। তবে, এখন আমাদের লক্ষ্য হচ্ছে, এমনভাবে পরিবর্তন আনা যাতে ব্যবহারকারীদের জন্য নতুন ব্যবস্থায় যাওয়া বা অন্যভাবে চ্যাটজিপিটি ব্যবহার সহজ হয়।’
প্রযুক্তি সাইট এনগ্যাজেট এই বিষয়টিকে মেটা এবং ওপেনএআই-এর মধ্যে এক ধরনের ‘প্রভাবের লড়াই’ বলে মন্তব্য করেছে, কারণ হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা নিজেও এখন একটি এআই কোম্পানি।
হোয়াটসঅ্যাপে ‘চ্যাট এক্সপোর্ট’ সুবিধা না থাকার কারণে ১৫ জানুয়ারির পর ব্যবহারকারীদের পুরানো বিভিন্ন আলাপ স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা যাবে না। তবে, এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা নতুন এক পদ্ধতিতে এখনই সহজ উপায়ে চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে পারবেন।
হোয়াটসঅ্যাপে ‘১-৮০০-চ্যাটজিপিটি’ কনট্যাক্ট প্রোফাইলে গেলে সেখানে ‘লিংক ইওর চ্যাটজিপিটি অ্যাকাউন্ট’ নামে একটি অপশন থাকবে। এই অপশনটি সিলেক্ট করলে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপের সব প্রশ্ন ও চ্যাট সরাসরি চ্যাটজিপিটি অ্যাকাউন্টের ইতিহাসের সঙ্গে একীভূত হয়ে যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের হোয়াটসঅ্যাপের কথোপকথন চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েব সংস্করণে গিয়ে আবার দেখতে পারবেন, যাতে সেগুলো হারিয়ে না যায়। তবে, ব্যহারকারীরা চাইলে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ম্যাকওএস ও ওয়েবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক