1. Home
  2. বিশ্ব
  3. লেবাননে মার্কিন সমর্থিত নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
লেবাননে মার্কিন সমর্থিত নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

লেবাননে মার্কিন সমর্থিত নিরস্ত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

0
  • 8 hours ago,

হিজবুল্লাহর রাজনৈতিক কাউন্সিলের উপপ্রধান মাহমুদ কামাতি ঘোষণা দিয়েছেন, সংগঠনটি অস্ত্র সমর্পণ করবে না।

তিনি বলেন, “আমরা আমাদের অস্ত্রকে জাতির শক্তি ও লেবাননের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচনা করি।”

এর আগে লেবাননের সরকার ৭ আগস্ট ২০২৫-এ মার্কিন প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পক্ষে ভোট দেয়। ওই সিদ্ধান্তের অংশ হিসেবে লেবাননের সেনাবাহিনীকে (LAF) দেশের ভেতরে রাষ্ট্রীয় অস্ত্র একচেটিয়া নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তীতে, ৫ সেপ্টেম্বর ২০২৫-এ মন্ত্রিসভা “হোমল্যান্ড শিল্ড প্ল্যান” অনুমোদন করে — যার উদ্দেশ্য ছিল সব মিলিশিয়া গোষ্ঠীর, বিশেষ করে ইরান-সমর্থিত শিয়া ইসলামপন্থী হিজবুল্লাহর, নিরস্ত্রীকরণ নিশ্চিত করা।

কামাতির সর্বশেষ বক্তব্য এটা স্পষ্ট করে যে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মানতে প্রস্তুত নয়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক