1. Home
  2. প্রযুক্তি
  3. অ্যামাজন তার ১৪ হাজার কর্মী ছাঁটাই করে বাড়াচ্ছে অটোমেশন পদ্ধতি
অ্যামাজন তার ১৪ হাজার কর্মী ছাঁটাই করে বাড়াচ্ছে অটোমেশন পদ্ধতি

অ্যামাজন তার ১৪ হাজার কর্মী ছাঁটাই করে বাড়াচ্ছে অটোমেশন পদ্ধতি

0
  • 8 hours ago,

বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাই করেছে। সর্বশেষ দফায় কোম্পানিটি প্রায় ১৪ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অনেক কর্মীকে টেক্সট মেসেজ বা বার্তার মাধ্যমে চাকরিচ্যুতির খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন বিভিন্ন বিভাগে পুনর্গঠনের অংশ হিসেবে এই ছাঁটাই কার্যক্রম চালাচ্ছে। তবে কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন  বিভাগ থেকে কতজন কর্মী  চাকরিচ্যুত হয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও বাজারে চাহিদা কমে যাওয়ার কারনে অ্যামাজনসহ অনেক বড় প্রযুক্তি প্রতিষ্ঠান খরচ কমাতে বাধ্য হচ্ছে। এখন তারা অটোমেশন পদ্ধতির (স্বয়ংক্রিয় প্রযুক্তি) ব্যবহার বাড়িয়ে কর্মীসংখ্যা কমাচ্ছে।

এমনকি সম্প্রতি অ্যামাজন তাদের কিছু নতুন প্রকল্প স্থগিত করেছে, যাতে ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। তবে কোম্পানিটি জানিয়েছে, ছাঁটাইয়ের পরও তারা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর খাতে বিনিয়োগ অব্যাহত রাখবে।

এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও অ্যামাজন একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছিল। এবারের পদক্ষেপে আবারও প্রশ্ন উঠছে—কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মানবকর্মীর ভবিষ্যৎ কোথায়?

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক