 
                                    চীনের সহায়তায় ইরান আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করছে: পশ্চিমা গোয়েন্দা সংস্থা
- 6 hours ago,
সিএনএন তার একটি প্রতিবেদনে বলেছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থার দাবি ইরান নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন শুরু করেছে, যদিও জাতিসংঘের নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে।
ইউরোপীয় সূত্রগুলো জানায়, গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে চীনের তৈরি সোডিয়াম পারক্লোরেট (sodium perchlorate) নামক ক্ষেপণাস্ত্র জ্বালানির মূল উপাদানের প্রায় ২,০০০ টন চালান ইরানের বন্দর আব্বাস বন্দরে পৌঁছেছে।
জাতিসংঘের “স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা” পুনরায় কার্যকর হওয়ার পরপরই এসব চালান আসা শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই পদক্ষেপকে পশ্চিমা বিশ্লেষকরা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র কর্মসূচির পুনরুজ্জীবন ও চীনের সক্রিয় সহযোগিতার প্রমাণ হিসেবে দেখছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক
 
                                                                        
                                                                                                                                             
                                                                        
                                                                                                                                            