সৌদি আরবের ভবিষ্যত নগর “দ্য লাইন” প্রকল্প ধসের মুখে
ফাইন্যানশ্যাল টাইম্স তার এক প্রতিবেদনে বলেছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কল্পিত “দ্য লাইন” ৫০০ মিটার উঁচু ও ১৭০ কিলোমিটার লম্বা আয়নাবেষ্টিত ভবিষ্যত নগর প্রকল্পটি এখন মারাত্মকভাবে ছোট হচ্ছে।
“নিওম” প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিকল্পিত এই শহরটি ৯০ লাখ মানুষের আবাসস্থল হওয়ার কথা ছিল, যেখানে থাকত ঝুলন্ত “চ্যান্ডেলিয়ার ভবন,” ভাসমান ফুটবল স্টেডিয়াম, ও মরুভূমির গভীরে নৌবন্দর।
কিন্তু প্রকৌশল সীমাবদ্ধতা, অবাস্তব নকশা, ও মাত্রাতিরিক্ত ব্যয় বৃদ্ধির কারণে পরিকল্পনাটি থমকে গেছে। স্থপতিরা সতর্ক করেন, অনেক কাঠামো বাস্তবায়নযোগ্য নয় এবং প্রচুর স্টিল, কংক্রিট ও কাচের প্রয়োজন হবে যা বাস্তবে অসম্ভব।
বিদেশি বিনিয়োগ না আসায় এবং ব্যয় ১.৬ ট্রিলিয়ন ডলার থেকে বেড়ে ৪.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়, প্রকল্পটি এখন কার্যত স্থবির। আর মূল পরিকল্পনার ২০টি বিল্ডিং মডিউল কমে দাঁড়িয়েছে মাত্র ৩টিতে।
ইতিমধ্যে প্রায় ৫০ বিলিয়ন ডলার ব্যয় হলেও সম্পন্ন হয়েছে শুধু প্রাথমিক খননকাজ ও ভিত্তি স্থাপন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক