1. Home
  2. বিশ্ব
  3. রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রথম দিনে নো-ফ্লাই জোন চেয়ে ব্যর্থ হন জেলেনস্কি
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রথম দিনে নো-ফ্লাই জোন চেয়ে ব্যর্থ হন জেলেনস্কি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রথম দিনে নো-ফ্লাই জোন চেয়ে ব্যর্থ হন জেলেনস্কি

0
  • 4 weeks ago,

সম্প্রতি দ্যা টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার প্রথম দিনেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের একটি বাঙ্কার থেকে তৎকালীন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গকে ফোন করেন। তিনি জরুরি ভিত্তিতে অনুরোধ করেন—রাশিয়ার বিমান হামলা ঠেকাতে যেন ইউক্রেনের আকাশসীমায় একটি “নো-ফ্লাই জোন” ঘোষণা করা হয়।

জেলেনস্কি যুক্তি দেন, ন্যাটো অতীতে বসনিয়া ও উত্তর ইরাকেও এমন নো-ফ্লাই জোন কার্যকর করেছিল। কিন্তু স্টলটেনবার্গ অনুরোধটি প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ নিতে গেলে ন্যাটোকে রাশিয়া ও বেলারুশের ভেতরে থাকা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে এবং রুশ যুদ্ধবিমান গুলি করে নামাতে প্রস্তুত থাকতে হবে।

তার মতে, এতে সরাসরি ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হবে, যা একটি বড় সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধেও পরিণত হতে পারে।

স্টলটেনবার্গ পরে বলেন, ফোনটি শেষ করা ছিল “অত্যন্ত বেদনাদায়ক”, কারণ তখন তিনি ভয় পাচ্ছিলেন—এটাই হয়তো জেলেনস্কির শেষ কল হতে পারে।

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই মত পোষণ করেছিলেন—যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নেবে না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক