গাজায় পুনর্গঠন ও স্থিতিশীলতা তদারকির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাব পাশ
- 2 weeks ago,
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় পুনর্গঠন ও স্থিতিশীলতা তদারকির জন্য একটি গাজা বোর্ড অব পিস এবং সংশ্লিষ্ট স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব গ্রহণ করেছে।
প্রস্তাবটি ১৩–০ ভোটে পাশ হয়; চীন ও রাশিয়া ভোটে অংশ না নিয়ে অবস্থান বিরত ছিল।
প্রস্তাব অনুযায়ী—
১. গাজার অবকাঠামো পুনর্নির্মাণ,
২. শাসনব্যবস্থা পুনরুদ্ধার, এবং
৩. নিরাপত্তা নিশ্চিতকরণ
এসব কাজ তদারকি করবে নতুন এই বোর্ড ও শান্তিবাহিনী।
অনেকে অভিযোগ করছে যে, এটা মূলত মার্কিন পরিকল্পনা অনুযায়ী নতুন নাটক মঞ্চায়ন করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যার মধ্যে আছে হামাসের সম্পূর্ন বিলুপ্তি এবং গাযাকে বিদেশী বিনিয়োগের হাব বানানো, যেখানে থেকে হয় ফিলিস্তিনিদের তাড়িয়ে দেয়া, নাহয় ভাড়াটে শ্রমিক হিসেবে ব্যবহার করা হবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক